টেস্টের পর ওয়ানডে সিরিজও চমক দিতে পারে নি বাংলাদেশ। সাদা পোশাকে দাঁড়াতেই পারেনি টাইগাররা। রঙিন পোশাকে প্রথম দুই ম্যাচেও হাল বদলায়নি সফরকারীদের। বাংলাদেশের এমন পারফরম্যান্স নিয়ে দুঃখবোধ আছে ফ্যাফ ডু প্লেসিসের। এর মানে আবার বাকি ম্যাচগুলোতে ছাড় নয় বরং আরও নির্দয় হয়েই খেলবে প্রোটিয়ারা। তৃতীয় ওয়ানডের আগে এমনটাই জানাচ্ছেন স্বাগতিকদের অধিনায়ক।
প্রোটিয়া অধিনায়ক নির্মম হওয়ার হুমকি দিলেও একটা খবরে স্বস্তি পেতে পারে বাংলাদেশ। পুরো সিরিজে ভীষণ ভোগানো আমলাকে সিরিজের শেষ ওয়ানডেতে মোকাবেলা করতে হচ্ছে না টাইগার বোলারদের। বিশ্রাম দেওয়া হয়েছে ফর্মের তুঙ্গে থাকা আমলাকে।
দক্ষিণ আফ্রিকার সিরিজে প্রথম ওয়ানডেতে খেলেনি তামিম ইকবাল। তবে ইনজুরি কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতে খেলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশে হানা দিয়েছে ইনজুরি। দক্ষিণ আফ্রিকা সিরিজকে বিদায় জানিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। আর তার পরিবর্তে দলে যোগ দিচ্ছে শফিউল ইসলাম। তাই এবার খেলা শুরুর আগেই টাইগার ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, কে থাকছেন তৃতীয় ওয়ানডে একাদশে?
তৃতীয় ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও সাইফ উদ্দিন।
আগামী ২২ অক্টোবর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।