আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের আত্মঘাতী অন্তত ১৫ জন সামরিক ক্যাডেট নিহত হয়েছেন। শনিবার মার্শাল ফাহিম মিলিটারি একাডেমিতে এই হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা পায়ে হেটে এই হামলা চালায়। ইতোমধ্যেম হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি বলেন, এই ঘটনায় আরও চারজন আহত হছেন। তারা সবাই একটি মিনিবাসে করে একাডেমি থেকে বের হচ্ছিলেন।
গত ২৪ ঘণ্টায় এটি দ্বিতীয় আত্মঘাতী হামলা। এর আগে শুক্রবার রাতে কাবুলের ইমাম জামান ও ঘোর প্রদেশে দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছিলেন। সেই হামলার দায়ভার স্বীকার করে আইএস।