বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা খেয়াঘাট সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুক্রবার কাজের শুভ উদ্বোধন করেন। আনুলিয়া ইউপি অফিস হতে মহিষকুড় জিসি ভায়া মাড়িয়ালা খেয়াঘাট সড়কের দুই চেইনেজে ৭০০ মিটার দৈর্ঘ্য কার্পেটিং এর কাজ উদ্বোধন করা হলো। কাজের জন্য বরাদ্ধ রয়েছে ৫০ লক্ষ ৩১ হাজার ৩৪১ টাকা। মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গা ঘেঁষে মাড়িয়ালা খেয়াঘাট পর্যন্ত সড়কটির বড় অংশ দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে ছিল। ফলে পাশ্ববর্তী এলাকার মানুষসহ আনুলিয়া, খাজরা ও প্রতাপনগরে এবং মাড়িয়ালা মৎস্য সেটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতয়াতকারী ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ সড়ক ব্যবহারে হিমশিম খাচ্ছিল। এলজিইটি সড়কটি নির্মানের জন্য টাকা বরাদ্ধ প্রদান করেছে। উপজেলা নির্বাহী অফিসার রাস্তার ইট উঠিয়ে দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা ইঞ্জিনিয়ার শামীম মুরাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, প্রধান শিক্ষক অজিয়ার রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।