ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরো কমপক্ষে ৩৫ জন।
বৃহস্পতিবার দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলের তেংগারাংয়ের একটি কারখানায় স্থানীয় সময় সকাল ৯টায় আগুনের সূত্রপাত হয়েছে।
তেংগারাং পুলিশের প্রধান হ্যারি কুর্নিয়াওয়ান বার্তাসংস্থা এএফপিকে বলেন, আমরা এখনো হতাহতদের উদ্ধার করছি।
অগ্নিকাণ্ডে হতাহতের শিকার সকলেই ওই কারখানার কর্মচারী। রাজধানী জাকার্তা লাগোয়া দক্ষিণ-পশ্চিমে কারাখানাটির অবস্থান বলে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওনি সাহরনি মেট্রো টিভিকে জানিয়েছেন।
স্থানীয় পুলিশ বিবৃতিতে বলছে, অগ্নিকাণ্ড শুরুর আগে বিস্ফোরণে কারখানার ছাদ উড়ে গেছে। পুরোপুরি পুড়ে যাওয়ায় নিহতদের শনাক্ত কঠিন হয়ে পড়েছে।