দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রকল্প স্বপ্ন’র সুফলভোগী নারীদের ডিজিটাল ব্যাংক কার্ড প্রদান করা হয়েছে। ইউএনডিপির সহযোগিতায় ও বেসরকারি সংস্থা সুশীলনের বাস্তবায়নে জেলার ৫টি উপজেলার ৯টি ইউনিয়নে কর্মরত সকল স্বপ্ন কর্মীদের ডিজিটাল কার্ড ও অনলাইন পেমেন্ট করা হয়। একই ধারাবাহিকতায় রবিবার সকাল ১১টায় দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে আলোচনা সভা ও ডিজিটাল কার্ড ও পেমেন্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকারের (ডিডিএলজি) এএনএম মঈনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বপ্ন প্রকল্পের জাতীয় প্রকল্প ম্যানেজার (এনপিএম) আমিনুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন স্বপ্ন প্রকল্পের ডিএস খালেদ হোসেন, টিএস কাজল চ্যাটার্জি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, ব্যাংক এশিয়ার এস.ই.ইউ.পি আদিল রায়হান, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্ন প্রকল্পের জেলা ম্যানেজার রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন সরাফি, এশিয়া ব্যাংকের এ ইউ পি মরিুজ্জামান খান, এস.ই.ও চন্দন নাগ, ইউপি সচিব প্রবীর হাজারী ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য বানু আল কাদেরী, ৭, ৮ ও ৯ নং হামিদা পারভীন, ২নং ওয়ার্ড ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, ৭ নং ওয়ার্ড সদস্য শহিদুল্লাহ গাজী, ৮ নং ওয়ার্ড সদস্য ইয়ামিন মোড়ল, ৯নং ওয়ার্ড সদস্য শেখ মোকারম, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম। এসময় বক্তরা সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং স্বপ্নকর্মীদের নিজেদের স্বপ্নের কথা জানান। অনুষ্ঠানের শেষে সুফলভোগীদের মাঝে ডিডিটাল কার্ড ও অনলাইনে পেমেন্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীলনের প্রকল্প ম্যানেজার সৈয়দ মনিবুল হাসান।
পূর্ববর্তী পোস্ট