কলারোয়া ডেস্ক : কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করায় আনন্দঘন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কলেজ চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ডা.আনিছুর রহমান, কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তরা কলেজটির ২য় তলা ভবন নির্মানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সর্বাধিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. আব্দুল বারিক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক ডা.হাবিবুর রহমান। এর আগে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়।
পূর্ববর্তী পোস্ট