ডেস্ক রিপোর্ট: ‘ডিসি, এসপি সবাই আমাকে স্যার বলে আর তুই আমাকে স্যার বলিস না কেন?’ পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শেখ আনোয়ার হোসেন এসব বলছিলেন আর শিবপুর আশরাফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনকে মারধর করছিলেন।
সোমবার শিবপুর আশরাফ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে বিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করেছেন।
প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় শেখ আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আনোয়ার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক। এদিকে শিক্ষককে মারধরের ঘটনায় উপজেলার শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, এসএসসির নির্বাচনী পরীক্ষার ফি দেওয়াকে কেন্দ্র করে সোমবার সকালে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শেখ আনোয়ার হোসেন লোকজন নিয়ে শিবপুর আশরাফ উচ্চ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক নিজাম উদ্দিনকে মারধর করে গুরুতর আহত করেন।
প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, ‘সকালে চেয়ারম্যান শেখ আনোয়ার মোবাইল ফোনে তাঁকে হুমকি দেন এবং লোকজন নিয়ে বিদ্যালয়ে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং বলেন, ‘‘ডিসি, এসপি সবাই আমাকে স্যার বলে আর তুই আমাকে স্যার বলিস না কেন?’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব আলম বলেন, ‘ঘটনার দিন সকালে হঠাৎ করেই অস্ত্রসহ চেয়ারম্যান শেখ আনোয়ার স্কুলের অফিস রুমে প্রবেশ করে সব শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রধান শিক্ষককে মারধর করেন।’
এ বিষয়ে আটঘরিয়া উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জানান, আশরাফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মঙ্গলবার উপজেলার সদর দেবোত্তরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে এবং বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
এ ব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক হোসেন বলেন, ‘এ ব্যাপারে রাতে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করছি। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
পূর্ববর্তী পোস্ট