শ্যামনগর প্রতিনিধি : জানবো জানাবো, দুর্নীতি রুখবো- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে, ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় শ্যামনগর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ৭২ তম গনশুনানী উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষ সরকারি বিভিন্ন দপ্তরের সেবা পেতে নানা হয়রানি ও দুর্নীতির বিস্তর অভিযোগ করেন।
বুধ্বার সকাল ৯ টায় উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি দুদক এর কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গনশুনানী মঞ্চে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশেক-ই-এলাহী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন, ড. নাসির উদ্দীন আহমেদ, কমিশনার, দুর্নীতি দমন কমিশন, ঢাকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, জেলা প্রশাসক সাতক্ষীরা, মোঃ মনিরুজ্জামান পরিচালক দুদক, মোঃ আবুল হোসেন পরিচালক দুদক খুলনা, মোঃ কামরুজজামান উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামনগর, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহসিন উল মুলক, প্রেসক্লাব সভাপতি আকবর কবীর ও সেক্রেটারি জাহিদ সুমন। গনশুনানী অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে বিভিন্ন পেশাজীবী মানুষ, শ্যামনগর ভূমি অফিস, জরিপ অফিস, সাব রেজিস্ট্রি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, হিসাব রক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, সমাজ সেবা অফিস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। প্রধান অতিথি সাধারণ মানুষের অভিযোগগুলি জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
পূর্ববর্তী পোস্ট