ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জের রতনপুরে সরকারি খালে বাঁধ দিয়ে দীর্ঘদিন মাছ চাষ করার করছে অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান আশরাফুল হোসেন, আইয়ূব আলী শাহাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
সরেজমিন জানা গেছে, রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের জামায়াতের সক্রিয় কর্মী আফছার আলী শাহাজীর ছেলে মাদক ও চোরাচালানসহ একাধিক মামলার আসামি আইয়ূব আলী শাহাজী (৪৬)। চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকনের ঘনিষ্ঠ সহচর আইয়ূব আলী শাহাজীর নেতৃত্বে সরকারি খাল দখল করে মাছ চাষের পাশাপাশি চলছে নানা অপকর্ম। মহিষকুড় থেকে নূরনগরের মানিকখালী পর্যন্ত ১০ কিলোমিটার খালের মধ্যে (মহিষকুর থেকে গড়ইমহল) পযর্ন্ত ৩ কিলোমিটার খাল শাহাজীর নেতৃত্বে জবরদখল করে মাছ চাঁষ করছে ওই গ্রামের ইউসুফ শাহাজী ও ছবুর শেখ। খাল দখলের বিষয়ে আইয়ুব আলী এলাকায় প্রচার দিয়ে থাকেন তারা সরকারের থেকে বন্দবস্তো নিয়ে খাল মাটিতে ভরাট করে মাছ চাষের উপযোগী করে তুলেছে। এই খাল দখল করে নিয়েই ক্ষ্যান্ত নয় খালপাড়ে রমরমা মাদক ব্যবসার পাশাপাশি প্রায়ই সময় বসছে জুয়ার আসর। দখলবাজরা খাল দখল করে নিয়ে প্রকাশ্যে এসব অপকর্ম করলেও প্রশাসন অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে জানা যায়। এই বিষয়ে আইয়ুব আলী শাহাজীর মোবাইল নাম্বারে০১৭৩২-৮২৩৬৮৫ একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ না করাই যোগাযোগ সম্ভব হয়নি। খাল দখল করে মাছ চাষের বিষয় রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খোকনের নিকট জানতে চাইলে তিনি বলেন এ সকল বিষয়ে আমি অবগত নই। খাল জোর পূর্বক দখলের বিষয় সর্ম্পকে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম বলেন কেউ আমাকে খাল দখলের বিষয়ে অবগত করেনি। তবে আমি আগামিকাল রতনপুর ইউনিয়ন সহকারী কর্মকর্তা সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে অবৈধভাবে খাল দখল কারীদের উচ্ছেদ করে খাল অবমুক্ত করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।