কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের খাসখামার গ্রামের মৃত: গফুর গাজীর পুত্র জাহাঙ্গীর হোসেন কে বিগত ১৫মে’১৬ তারিখে একই গ্রামের ধোনা গাজীর পুত্র আক্তারুল ও তার ভগ্নিপতি মিলে চোরাই ভিসার মাধ্যমে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ৪ লাক্ষ টাকা নিয়ে ওমানে পাঠায়। কিন্তু জাহাঙ্গীর হোসেন ওমানে পৌছে জানতে পারেন আক্তারুল ও তার ভগ্নিপতি দুজনে মিলে তাকে একটি কোম্পানির কাছে ২বছরের জন্য বিক্রি করে দিয়েছে। এ সময় জাহাঙ্গীর কোন উপায় না দেখে ওমান প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় ওমান পুলিশের কাছে আত্মসমর্পন করে দেশে ফিরে জাহাঙ্গীর হোসেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আদম ব্যবসায়ী আক্তারুলের কাছে তার বিদেশ যাওয়ার টাকা ফেরত চাইলে আক্তারুল বিভিন্ন টালবাহানা শুরু করে। উপায় না দেখে জাহাঙ্গীর আক্তারুলের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র চিপ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে ৩১জুলাই’১৬ তা’িখে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করে। এতে আক্তারুল আরও ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর ও তার ছেলে রিপন কে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় । এসময় ভুক্ত ভোগী জাহাঙ্গীর আরও জানান, আক্তার এর হুমকির প্রেক্ষিতে গত ০৬আগস্ট’১৬ তা’িখে আমার ছেলে রিপন কে সাতক্ষীরা ডিবি পুলিশ মিথ্যা মাদকের অভিযোগে আটক করে নিয়ে যায়। কিন্তু তার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় সাতক্ষীরা ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। বর্তমানে আক্তারুল আবারও আমার ও আমার ছেলে রিপন কে মিথ্যা হয়রানী মূলক মামলা দেওয়ার হুমকি দিচ্ছে। তাই আমি ও আমার পরিবার মিথ্যা মামলায় গ্রেফতার আতংকে ভুগছি। এব্যাপারে আক্তারুল এর সাথে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তা সম্ভব হয়নি। তবে এলাকার সাধারণ জনগন আক্তারুলের উপযুক্ত বিচারের দাবি করে। এ ব্যাপারে জাহাঙ্গীর ও এলাকার সচেতন মহল প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
পূর্ববর্তী পোস্ট