কলারোয়াপ্রতিনিধি: কলারোয়ায় অতি দারিদ্র কর্মসূচীর আওতায় ৪০ দিনের মাটি কাটার কাজ শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হল সারা উপজেলায় এই প্রকল্পের কাজ। এই প্রকল্পের মাধ্যমে অতি দারিদ্র প্রান্তিক চাষিদের মাঝে উন্নয়নের চিত্র তুলে ধরতে আহবান করেন। শনিবার সকালে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের শাহাপুর গ্রামে সরকারের এই প্রকল্প কাজের শুভ উদ্বোধন ঘোষনা করেন এড মুস্তফা লুৎফুল্লাহ এমপি। লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। শাহাপুর ইউপি সদস্য কামরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথী বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আলতাফ হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মইফুল ইসলাম, আবু তাহের, শাফিজুল ইসলাম, শফিউদ্দৌলা শরিফ, মিজানুর রহমান, নূর হোসেন জুলু, আনিছুর রহমান, মহিলা ইউপি সদস্য ফেরদৌসি আরা, শাহিদা খাতুন, মনিরা খাতুন, আওয়ামীলী নেতা কাদের মল্লিক, শামসু খা, কবিরুল ইসলাম সহ ইউনিয়নের নেতৃবৃন্দ।
কলারোয়ায় অতি দারিদ্র কর্মসূচি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ
পূর্ববর্তী পোস্ট