শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজার মসজিদের পেশ ইমাম ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মাওলানা মমতাজ উদ্দীন সড়ক দুর্ঘটনায় গত ৫ জানুয়ারি’১৮ তারিখ শুক্রবার সন্ধ্যা ৮ টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহে—- রাজিউন। সন্ধ্যা ছয়টার দিকে নওয়াবেঁকী বাসস্টান্ড টু বিড়ালাক্ষী আশ্রয় প প্রল্পের রাস্তায় পিছন দিক থেকে আসা দ্রুতগামী (অজ্ঞাত) মোটর সাইকেলের ধাক্কায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথায় মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন। পরবর্তীতে আবস্থা গুরুতর হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মমতাজ উদ্দীন ছিলেন সকলের অত্যান্ত প্রিয়ভাজন ব্যাক্তিত্ব। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা , অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ শনিবার যোহর নামাজবাদ নওয়াবেঁকী মাধমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম, আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা জাতিয় পার্টির সাধারণ সম্পাদক এম.কামরুজ্জামান, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাবঃ আবু সালেহ বাবু, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস,এম, লুৎফর রহমান, বিড়ালাহ্মী মহিলা দাখিল মাদ্রাসা সুপার মোঃ একরামুল কবির, মাওলানা আব্দুল মান্নান এবং নওয়াবেঁকী বাজার জামে মসজিদের সভাপতি আলহাজ্ব লোকমান আহম্মেদ। মরহুমের জানাজার নামাজ ঈমামতি করেন মাওলানা মোঃ আবুবকর সিদ্দিক।
শ্যামনগরে মাওলানা মমতাজ উদ্দীন আর নেই
পূর্ববর্তী পোস্ট