দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আয়োজনে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের নিকট এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীর জনক বঙ্গবন্ধু শিক্ষার উৎকর্ষ সাধনে যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা স্মরন করে বর্তমান সরকার শিক্ষানীতি ২০১০ প্রনয়ন, আইসিটি শিক্ষা প্রচলন ও ৭০০০ আইসিটি শিক্ষককে এমপিওভুক্তকরন, ২০১০ সালে ১৬২৪টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরন ও প্রায় ২৭০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরন সহ শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করন, সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্নাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবী বাস্তবায়নের আবেদন জানান। এসময় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহবায়ক সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, যুগ্ম আহবায়ক দেবহাটা কলেজের অধ্যক্ষ এ.কে.এম আনিসুজ্জামান, যুগ্ম আহবায়ক সখিপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক রামপ্রসাদ ঘোষ, সদস্য সচিব দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সদস্য সচিব কর্মচারী সখিপুর মহিলা কলেজের রফিকুল ইসলাম সহ বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি যথাযথভাবে প্রধানমন্ত্রীর নিকট প্রেরনের আশ^াস প্রদান করেন।