নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় নব-দিগন্ত সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মো. আজহারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘দেশের অধিকাংশ জেলাতে চলছে শৈত্য প্রবাহ। যেকে বসেছে শীত। প্রচন্ড শীতে ছির্নœমূল মানুষেরা অনেক কষ্টে জীবন যাপন করছে। সমাজের ছির্নœমুল অসহায় মানুষদের পাশে দাড়াতে হবে। এ জন্য সমাজের বিত্তবান ও দানশীলদের ত্রগিয়ে আসতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, নব-দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান ও জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মিজানুর রহমান প্রমুখ। এসময় ২শ’ ৫০টি শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।