দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ মঙ্গলবার সকাল ১১ টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া ও কুলিয়া ইউনিয়নের বিভিন্ন করাত কলে অভিযান পরিচালনা করেন। করাত কলে বিভিন্ন অনিয়মের অভিযোগে ইউএনও এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে করাত কল গুলিতে বিভিন্ন অনিয়ম ও বিভিন্ন অপরাধের অভিযোগে ইউএনও জরিমানা দ- প্রদান করেন। ইউএনও হাফিজ-আল আসাদ জানান, করাত কল গুলোতে বিভিন্ন অপরাধের অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পারুলিয়া ও কুলিয়ার ৩টি করাত কলে এসময় বিভিন্ন অপরাধের কারনে ১০ হাজার টাকা জরিমানা দ- প্রদান করেন। অভিযানকালে এসময় ইউএনওর সাথে দেবহাটা থানার এসআই আল আমিন ও উপজেলা বনবিভাগের ফরেস্টার এম.এ হাশেম উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়া তিনি বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও ছাত্র-ছাত্রীদের পড়াশুনার বিষয়ে খোজখবর গ্রহণ করেন।
দেবহাটায় বিভিন্ন করাত কলে ইউএনওর অভিযান, জরিমানা
পূর্ববর্তী পোস্ট