দেবহাটা প্রতিনিধি: ‘শান্তি প্রতিষ্ঠায় সামাজিক সক্ষমতা বৃদ্ধিতে যুবা, শিক্ষক ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী খানবাহাদুর আহছ্ান উল্লা কলেজে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেবিএ কলেজের অধ্যাক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রকল্পের সার্বিক বিষয় অবহিত করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এম. হুমায়ূন কবির। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার উপ-পরিদর্শক এসআই মাসুদউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন প্রাং, যুবউন্নয়ন কর্মকর্তা এসমোত আরা বেগম, দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান। প্রকল্পের দেবহাটা উপজেলার ফিল্ড ম্যানেজার আমিনা বিলকিস ময়নার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক আবু তালেব, দৈনিক কালের চিত্র’র নির্বাহী সম্পাদক শরীফুল্যাহ কায়সার সুমন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি কৃষ্ণ মোহন ব্যানার্জী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রেডিও নলতা (এফএম)’র স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার, দৈনিক আজকের সাতক্ষীরার কেএম রেজাউল করিম, দৈনিক পত্রদূতের রাজু আহম্মেদ, দৈনিক সাতনদী’র এমএ মামুন, গোপাল কুমার প্রমূখ। এসময় শান্তি প্রতিষ্ঠায় বর্তমান প্রধান আন্তরায় জঙ্গি ও সন্ত্রাসবাদ বলে বক্তারা উল্লেখ করেন। প্রকল্প পরিচিত সভা শেষে সাংবাদিদের সাথে এফজিডি’তে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে উত্তরণের কথা বলেন অংশগ্রহনকারীরা। তাছাড়া শান্তি প্রতিষ্ঠায় সাতক্ষীরার দেবহাটা, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নে দীর্ঘ মেয়াদী কাজ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পূর্ববর্তী পোস্ট