নিজস্ব প্রতিবেদক :“ শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধু স্টাডি কর্ণার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এম হাসান সরোওয়ার্দী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বঙ্গবন্ধু স্টাডি কর্ণারের উদ্বোধন করেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকীসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধু স্টাডি কর্ণারে জাতির জনককে নিয়ে লেখা অসংখ্য বই সংগ্রহ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট