নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামাত কর্তৃক নাশকতাকারীদের প্রতিহত করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা-১১টায় সার্কিট হাউজ মোড় থেকে জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার ০৯নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার বসুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, পৌর শ্রমিকলীগের সভাপতি মো. জোহর আলী, ০৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন মীর্জা, জেলা সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন, যুব মহিলালীগের সভাপতি সাবিহা হোসেন, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, অটো রিকসা অটো টেম্পু মালিক ও চালক সমবায় সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. গাউস আলী, লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম মিঠু, জাহিদ হোসেন খান, অলিউর রহমান মুকুল, শহিদুল ইসলাম, সানাউল্লাহ বাবু, বাবলু হাসান, ইব্রাহীম হোসেন, মশিয়ার রহমান, আসাদুর রহমান খান বিপু, মহিদুল হক, মো. আজিম খান শুভ প্রমুখ। এসময় জেলা আওয়ামী আইনজীবীবৃন্দরা বিক্ষোভ মিছিল ও পথসভায় একাত্বতা ঘোষণা করেন। আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন জজ কোর্টের পিপি এড. ওসমান গনি, মুক্তিযোদ্ধা এড. ইউনুচ আলী, এড. রফিকুল ইসলাম রফিক, এড. ত্বোহা কামাল, এড. ওসমান আলীসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট