শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের আটুলিয়া চরের বিল গ্রামের বৈধভাবে শান্তিপূর্ন ভাবে বসবাসরত ভূমিহীন পরিবারের উচ্ছেদের পায়তারার ঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগি পরিবার। সূত্রে প্রকাশ, চরের বিল গ্রামের মৃতঃ আব্দুল গাজীর পুত্র নুর মোহাম্মদ গাজী পৈত্রিক সূত্রে ৪৭বছর যাবৎ ১নং খাস খতিয়ানের এস, এ ১৬১১, ১৬২৫, ১৬২৮ দাগে ১একর ৭ শতক জমিতে অদ্যবধি ভোগদখল করে আসছে। ঐ জমিতে পুকুর খনন, ৪টি পরিবারের পৃথক বসত ঘরবাড়ি স্থাপন করে কয়েক যুগপূর্বে লাগানো তালগাছ, খেজুর গাছ, কদবেল, আম, পেয়ারা গাছ সহ বিভিন্ন প্রজাতির বনজ জাতের গাছ রোপন করে সুফল ভোগ করছে। অবশিষ্ট জমিতে ধান ও মৎস্য চাষ করে অতিকষ্টে ১৬ সদস্যের পরিবার অর্ধহারে দিনাতিপাত করছে। ভূমিহীনদের হিসেবে ইজারা গ্রহণ করে ভোগ দখল করে এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে ঘরবাড়ী নির্মাণ করে। চিরস্থায়ী বন্দোবস্তের জন্যে একাধিক বার আবেদন করা সত্ত্বেও প্রত্যেক বার আবেদনপত্র অদৃশ্য শক্তিতে গায়েব হয়ে যায়। স্থানীয় তহশীলদার মহসিন আলী সরেজমিনে তদন্তে না করে উক্ত সম্পত্তিতে বাঁধ, খাল ও রাস্তা থাকা সত্ত্বে তঞ্চকতা রিপোর্ট প্রদান করলে উচ্ছেদের নোটিশ আসে। তহশীলদার মহাসিন আলী কৌশলে আটুলিয়া ভূমি অফিসে নুর মোহাম্মাদকে ডেকে নিয়ে ভয় দেখিয়ে দরজাবন্ধ করে একটি কাগজে জোর পূর্বক স্বাক্ষর নেন। এ বিষয়ে অভিযোগ করে নুর মোহাম্মদ ও তার ৯০ উর্দ্ধে বসয়ী মাতা সূর্য্য বিবি অসহায়ত্ব প্রকাশ করে কেঁদে ফেলেন। এর প্রতিকার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট