সিলেটবাসী নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছে আরও চার বছর আগে। ২০১৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। দেশের প্রথম গ্রিন গ্যালারির স্টেডিয়ামে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। কিন্তু সেখানে এতদিন পা পড়েনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।
আজ সিলেট স্টেডিয়ামে অভিষেক হবে টাইগার বাহিনীর। এ মাঠেই আজ দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। পুণ্যভূমি সিলেটের মাটিতে শুরুটা জয়ের আবিরে রাঙাতে চায় বাংলাদেশ। অবশ্য ১-০ তে পিছিয়ে থাকায় সিরিজ হার এড়াতে সিলেটে টাইগারদের সামনে জয়ের ভিন্ন রাস্তা নেই। মিরপুরে ছয় উইকেটে হারলেও আজ জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।
সিলেটে বাংলাদেশের অভিষেক রাঙাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে বলে জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। গুরুত্বপূর্ণ হতে পারে টসও।
সিলেটে অভিষেক স্মরণীয় করা সম্পর্কে জানতে চাইলে গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আসলে এটা নির্ভর করছে উইকেট আমরা কেমন পাচ্ছি। উইকেটের কন্ডিশনটা আমরা বিবেচনা করব। তার ওপর টসটা গুরুত্বপূর্ণ। আর টি-টোয়েন্টিতে আমার মনে হয়, প্রত্যেকটি বিভাগেই আপনাকে ভালো করতে হবে। আপনি ব্যাটিং করেন আগে বা বোলিং করেন। আপনি যদি আপনার স্কিল বাস্তবায়ন করতে পারেন, তাহলে এটাই যথেষ্ট। কন্ডিশন যদি একটু ভিন্ন থাকে তাহলে টসের ইস্যুতে বিবেচনার বিষয় থাকে।’