স্পোর্টস ডেস্ক: শেষ ধাপের পুনর্বাসন প্রক্রিয়া চলছে মুস্তাফিজুরের। গত ১ নভেম্বর থেকে তিনি বোলিং শুরু করেছেন। রোববার তৃতীয় দিনের মতো বোলিং করেছেন এই কাটার মাস্টার।
শিষ্যের উন্নতি দেখে সন্তুষ্টি ঝরেছে কোর্টনি ওয়ালশের কণ্ঠে, ‘আজসহ তিনদিন হলো বোলিং করল মুস্তাফিজ। আবহাওয়ার কারণে আগের দিন তাকে বিশ্রাম নিতে হয়েছে। আজ আবার সে বোলিং করেছে। আমার কাছে মনে হয়ছে ওর কোনও সমস্যা নেই। কাঁধে কিছুটা অসাড়তা ছিল, তবে এটা তেমন কিছুই না। প্রতিদিনই সে এখন উন্নতি করার মধ্যে থাকবে। এই পর্যায়ে মুস্তাফিজ ৫০ ভাগ সামর্থ্য দিয়ে বোলিং করছে।’
রোববারই প্রথমবারের মতো মুস্তাফিজের সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের পেস বোলিং কোচ ওয়ালশ, ‘আজ প্রথম তার সঙ্গে কাজ করেছি। আরও কয়েকটা দিন বোলিং দেখলে তার পুরো বিষয়টা আমি বুঝতে পারব। আমার কাছে মনে হয়েছে, এই মুহূর্তে সে বেশ ভালো।’
আগামী ৯ ও ১০ ডিসেম্বর দুই ভাগে সিডনির উদ্দেশ্যে বিমানে চড়বে ২২ জনের বাংলাদেশ দল। ওখানে দুই সপ্তাহের ক্যাম্প শেষে ডিসেম্বরের শেষ সপ্তাহে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমান ধরবে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজ খেলতে পারবে কিনা-বিষয়টি নিশ্চিত হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানান ওয়ালশ, ‘এতো আগেভাগে কিছুই বলা যাবে না। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য সবচেয়ে ভালো অবস্থানে পৌঁছাতে হবে। আরও দুই দিন দেখার পর এ ব্যাপারে ভালো ধারণা দেওয়া সম্ভব হবে। আমি তার বর্তমান উন্নতি দেখে খুশি।’
মুস্তাফিজের অভিষেক হওয়ার পর থেকেই বাংলাদেশের পেস বোলিং আক্রমণ দুর্দান্ত হয়েছে। আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে তিনি না থাকায় কিছুটা বেগ পেতে হয়েছে টাইগার অধিনায়ক মাশরাফিকে। এক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ফিরে আশাটা খুবই প্রয়োজন। ওয়ালশ এ ব্যাপারে বলেছেন, ‘সে আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। পুরোপুরি ফিট হয়ে যেন খেলায় দ্রুত ফিরতে পারে সেদিকেই আমাদের নজর।’
আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে পেসারদের ভূমিকা তেমন দেখা না গেলেও নিউজিল্যান্ডে পেসারদের ভূমিকা দেখা যাবে মনে করেন ওয়ালশ, ‘ইংল্যান্ড সিরিজে আমাদের পেস বোলারদের তেমন কোনও সুযোগ ছিল না। এখানে আমাদের দলের মেধাবী পেসারদের নিয়ে আমি অনুপ্রাণিত। নিউজিল্যান্ডে হয়তো আমরা ভালো কিছু দেখতে পারব।’