ন্যাশনাল ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব এএসএম এমদাদুদ দস্তগীর ও সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তারের কাছে সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৬ মার্চ) দুদকের উপ-পরিচালক ঋত্বিক সাহা স্বাক্ষরিত আদেশে তাদের সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়। ইতোমধ্যে এই দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে। দুদকের আদেশে উল্লেখ রয়েছে, আগামী সাত কর্মদিবসের মধ্যে নিজের ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর ও অস্থাবর সব সম্পদের বিবরণী দুদকে জমা দিতে হবে এএসএম এমদাদুদ দস্তগীর ও হোসনে আরা আক্তারকে। নির্ধারিত সময়ে তা দিতে ব্যর্থ হলে কিংবা মিথ্যা তথ্য দিলে আইনের ধারা ২৬-এর ২ উপধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বলেছেন, ‘এএসএম এমদাদুদ দস্তগীর ও হোসনে আরা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসার পর প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। এবার তাদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে। হোসনে আরা আক্তার নারায়ণগঞ্জের জেলা জজ ছিলেন।’
আদেশ প্রসঙ্গে অতিরিক্ত সচিব এএসএম এমদাদুদ দস্তগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুদকের নোটিশ আমি এখনও হাতে পাইনি। এটি দেখলে জানতে পারবো কী চাওয়া হয়েছে। নোটিশ হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনও কথা বলা ঠিক হবে না।’