কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরণ ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ের উপর অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান (মহিলা) সেলিনা আনোয়ার ময়না, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা জেসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার আক্তার, হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়নের ইউপি সচিব এবং উপজেলার পৌর ও ইউনিয়নের বিবাহ রেজিষ্ট্রারবৃন্দ। সভায় কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, অভিভাবকদের সন্তানের শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন থাকাতে হবে। তিনি এ বাল্য বিবাহের জন্য উপজেলার সকল সচেতন মানুষকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিয়ের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছেলের বয়স ২১ বছর এবং মেয়ের বয়স ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। এ সময় তিনি বলেন, অল্প বয়সী ছেলে মেয়েদের বয়স প্রমানের ক্ষেত্রে অনেক সময় জালিয়াতি করে নোটারী পাবলিকের আশ্রয় নেয়, এই নোটারী পাবলিকের ক্ষেত্রে কোন রকম প্রতারণার বিষয় ধরা পড়লে রেজিষ্ট্রারদের বিয়ে না পড়ানোর জন্য নির্দেশ দেন তা না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ববর্তী পোস্ট