কে.এম রেজাউল করিম,দেবহাটা ব্যুরো : দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের দ্বারা বসতঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের আমির আলীর ছেলে আলিমুজ্জামান লিল্টুর থানায় দায়ের করা অভিযোগ মতে, বসন্তপুর গ্রামের মুনছুর আলীর ৩ ছেলে যথাক্রমে আলিম গাজী (৪০), আব্দুল হান্নান (৩৬) ও কবির হোসেন (৩০), আব্দুল হান্নানের স্ত্রী রজিনা খাতুন (২৫), টিকেট গ্রামের পুটে গাজীর ছেলে হাকিম গাজী (৪০), কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামের মান্দার আলী (৪৫) ও রফিকুল ইসলাম (৩৫), সাতক্ষীরার ভোমরা গ্রামের ফিরোজ হোসেন (৩৫) সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন মিলে গত ইং ২০/০৩/১৮ তারিখে বিকালে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাদীর বাড়ির সামনে তার প্রতিবেশীদের সম্মুখে তাকে বাড়ি ছাড়া করা ও পরিবারের সবাইকে আগুনে পুড়িয়ে হত্যা করার হুমকি প্রদান করে। তারই ধারাবাহিকতায় ইং ২৩/০৩/১৮ তারিখ রাত সাড়ে ৩ টার দিকে বাদী সহ পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে তার বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। একপর্যায়ে প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে তাদেরকে ঘর থেকে উদ্ধার করে। আগুনে বাদী ও তার মেয়ে সামিয়া (৩) আহত হয়। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দিলে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি কাজী কামাল হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
দেবহাটায় প্রতিপক্ষের দ্বারা বসতঘরে আগুন ॥ ওসির ঘটনাস্থল পরিদর্শন
পূর্ববর্তী পোস্ট