দেবহাটায় গণহত্যা দিবসের আলোচনা সভা
আরাফাত হোসেন লিটন: দেবহাটার পারুলিয়ায় ২৫ মর্চে ঐতিহাসিক গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থপনায় বিদ্যালয় চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোশারফ হোসেন মশু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনসুর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুদ্ধহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মাবুদ গাজী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামসেদ আলম, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোসলেউদ্দীন মুকুল। এসময় পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মোর্শেদসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীবৃন্দরা। বক্তরা ছাত্রীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন।
দেবহাটায় মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা প্রদর্শন আজ
দেবহাটায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে সখীপুর লাইট হাউজ সিনেমা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা প্রদর্শন আজ অনুষ্ঠিত হবে। সোমবার ২৬মার্চ উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলার সখীপুরস্থ লাইটহাউজ সিনেমা হলে এ সিনেমা প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে প্রদর্শন করা হবে বলে জানান জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু। তিনি আরো বলেন, আমাদের আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাজ করে যাচ্ছে। তারই লক্ষ্যে এবারের স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হবে। জাতীয় কর্মসূচির বাহিরেও রয়েছে বিভিন্ন আয়োজন।
দেবহাটায় মুক্তিযোদ্ধা সংসদের গণহত্যা দিবস পালন
দেবহাটার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের গণহত্যা দিবস পালিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় পারুলিয়াস্থ মুক্তিযোদ্ধা কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-কমান্ডার গোলাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। বক্তব্য রাখেন উপজেলা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা জামসেদ আলম,জেলা যুদ্ধহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি ও উপজেলা জাতীয় পর্টির উপজেলা মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মাবুদ গাজী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, প্রাক্তন শিক্ষক বিভূতি ভূষণ, ইউপি সদস্য আকবর আলী, আব্দুল করিম প্রমূখ।
সখিপুর কে বি এ কলেজে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
সখিপুরের ঐতিহ্যবাহী খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ২৫ মার্চ রবিবার সকাল ১০ টায় গনহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কলেজের আইসিটি হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম। শিক্ষক মো. আবু তালেবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৎকালীন অত্র এলাকার মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মাহমুদ গাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. জামসেদ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক মো. আকবর আলী, মো. শহিদুল ইসলাম, স্বপন কুমার মন্ডল, রিতা রানী, আবু জাফর সিদ্দিকি, তৌহিদুজ্জামান সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
এদিকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে অত্র ঐতিহ্যবাহী কলেজের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে আছে- সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, দিবসের আলোচনা, সাংস্কুতিক অনুষ্ঠান, র্যালি ইত্যাদি।