কলারোয়া প্রতিনিধি : বাল্য বিবাহের বিরুদ্ধে সকলকে এক যোগে প্রতিরোধ করতে হবে। আমাদের দেশে বর্তমান বাল্য বিবাহ সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। সে জন্য সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সহযোগিতা করতে হবে। শনিবার সকাল ৯টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ হল রুমে আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিত করণ অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান মন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মোঃ আব্দুল হালিম এ কথা বলেন। এ সময় তিনি কলারোয়া উপজেলাকে অতিদ্রুত বাল্য বিবাহ মুক্ত করার আহবান জানান। কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, সহকারী কমিশনার (ভুমি) সানজিদা জেসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, তথা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার, সাব-রেজিষ্টার নারয়ন চন্দ্র মন্ডল, কলারোয়া থানার ওসি (তদন্ত) মোঃ আখতারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও বিবাহ রেজিষ্টাররা।
পূর্ববর্তী পোস্ট