নিরাপদ পানির তীব্র সংকটে ভুগছে গাজা। পরিষ্কার পানি পান করাটা গাজা উপত্যকায় অনেকটাই বিলাসিতার মতো হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, সাপ্লাই পানিতে ক্লোরিন এবং সালফেটের মাত্রা বিপজ্জনক পরিমাণ থাকায় সেই পানি পান করাটা একেবারেই নিরাপদ নয়।
ইসরায়েলি অবরোধের কারণে গত ১০ বছর ধরে এ ধরনের সঙ্কটের মধ্য দিয়ে দিন পার করছেন গাজার বাসিন্দারা। গাজা থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্লেস স্ট্রাটফোর্ড জানান, সেখানে বাসাবাড়িতে পানির সঙ্কট দেখা দিয়েছে।
জানা গেছে, বিদ্যুৎ না থাকার ফলে ভূগর্ভস্ত পানি পর্যাপ্ত পরিমাণে উত্তোলন করা সম্ভব হচ্ছে না। এছাড়া জ্বালানি স্বল্পতার কারণেও পানি উত্তোলনে বিঘ্ন ঘটছে।
উল্লেখ্য, দূর-দূরান্ত থেকে বিভিন্ন পাত্রে করে সাপ্লাই পানি সংগ্রহ করে নিয়ে আসছেন তারা। ফলে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন সেখানকার মানুষজন।