জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিমটি ১৭ এপ্রিল সকালে সাতক্ষীরা সদরের মাধবকাটি বাজার পরিদর্শন করেন। এতে সহায়তা করে পুলিশ প্রশাসন। মাধবকাটি বাজারের বিভিন্ন দোকানে বিক্রয় পন্যে বিএসটিআই অনুমোদিতহীন, ভারতীয় পন্য রাখা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, হাতে গ্লাভস ব্যবহার না করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নসহ বিবিধ বিষয়ে পরিদর্শন করেন সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এসময়ে বাজারে “সোহাগ কসমেটিক্স এণ্ড হ্যান্ডি ব্যাগ হাউজে ও রিগ্যাল ফুডস” বেকারী কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ এর ৪৩,৫১সহ বিভিন্ন ধারা লংঘনের অপরাধে বিভিন্ন অংকের মোট ৩৫০০ টাকা জরিমানা করা হয়। এসময়ে জনগনকে সচেতন করতে লিফলেট বিতরণ ও বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়।
সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধবকাটি বাজার পরিদর্শন
পূর্ববর্তী পোস্ট