কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেলো কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত সাইকেল শেডটি। সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে কলারোয়ার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় সম্পূর্ণ ভাবে উড়িয়ে নিলো অবহেলিত এই প্রতিষ্ঠানের ৪’শতাধিক শিক্ষার্থীদের জন্য নির্মিত একমাত্র সাইকেল শেডটি। প্রতিষ্ঠানের সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত সাইকেল শেডটি জরুরি ভাবে নির্মাণ করা না হলে শিক্ষার্থীদের পড়তে হবে চরম ভোগান্তিতে। সেজন্য জরুরি ভাবে সাইকেল শেডটি নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ইউএন মনিরা পারভীনসহ সংশ্লিষ্ট সকলের কাছে একান্ত অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। সেই সাথে টিনশেডের জরাজীর্ণ বিদ্যালয়ে একটি আধুনিক ও যুগোপযোগী ভবন নির্মাণে স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহর একান্ত সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকসহ ৪ শতাধিক ছাত্র- ছাত্রী ও এলাকার সুধিজন।
ঝড়ে লণ্ডভণ্ড কলারোয়া বেত্রবতী হাইস্কুলের সাইকেল শেড
পূর্ববর্তী পোস্ট