ঝাউডাঙ্গা ব্যুরো : সাতক্ষীরা সদর উপজলোর ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নারীর সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে আপগ্রেড পল্লীসমাজ ঘোষণার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় নারীর ক্ষমতায়ন হলে পরে উন্নয়ন হবে ঘরে ঘরে, এসো মোরা শপথ করি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করি এসব স্লোগানে উক্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করনে ছয়ঘরিয়া পল্লীসমাজের সহ-প্রধান মোছা. সামছুন্নাহার। এসময় ছিলেন উপজলো সহকারি কৃষি অফিসার করিন্ময় সরকার, ঝাউডাঙ্গা ইউনয়িন যুবলীগরে সভাপতি ও প্যানলে চয়োরম্যান মাষ্টার তারকনাথ পাল, ইউপি সদস্য মো. আল মামুন রানা, মো. শরফিুজ্জামান ময়না, মহিলা ইউপি সদস্যা মোছা. আছিয়া খাতুন, আনোয়ারা বেগম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক পলাশ হালদার, মাঠ সংগঠক এস.এম ফয়সাল আহম্মদ, ঝাউডাঙ্গা আঞ্চলকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি.এম আবুল হোসাইন বিটিভি ফটো সাংবাদিক সবুজ হোসনে, মাধবকাটি আঞ্চলকি ছাত্রলীগরে সাধারণ সম্পাদক এস.এম আবু রায়হান প্রমুখ। অনুষ্ঠানে সরকারি বে-সরকারি সেবা প্রাপ্তি, নেতৃত্বে ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, নারীর প্রতি সহিংসতার প্রতিকার ও প্রতিরোধ প্রভৃতি ক্ষেতের ভূমিকা পালনের জন্য বিশেষ করে মাধবকাটি ও ছয়ঘিরয়াকে আনুষ্ঠানিকভাবে আপগ্রেড পল্লীসমাজ ঘোষণা করা হয়।
পূর্ববর্তী পোস্ট