পারুলিয়া প্রতিনিধি: দেবহাটায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে প্রয়াত আওয়ামী লীগনেতা আবু রায়হানসহ আব্দুল আজিজ, আলমগীর হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার বিকাল ৪টায় দেবহাটার পারুলিয়া আবু রায়হান চত্বরে মিলাদ-মাহফিল, দোয়া অনুষ্ঠান, কুরআনখানি অনুষ্ঠিত হয়। এসময় আবু রায়হানসহ নিহতদের প্রকৃত হত্যাকারীদের ফাঁসির দাবি জানায়, নিহতের পরিবার ও দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। উল্লেখ যে, বিগত বছরের ২১শে নভেম্বর আবু রায়হানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা। তার আগে আলমগীর ও আব্দুল আজিজকে নিমর্মভাবে হত্যা করা হয়। স্মরণ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, বাবু শরৎ কুমার, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীল নেতা নুরআমিন গাজী, জেলা পরিষদের ৬নং সদস্য প্রার্থী আল-ফেরদাউস আলফা, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আবারা, সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহামুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিন্নুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইয়ামিন মোড়ল, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুজ্জামান কেল্টু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আকতার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পদক শাহিদুজ্জামান সাদ্দামসহ আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানে আবু রায়হানসহ নিহত আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, শ্রমিকলীগ নেতা আলমগীর হোসেনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আমিরুল ইসলাম ।
পূর্ববর্তী পোস্ট