আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় বজ্রপাতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এই তিন প্রদেশে গতকাল সোমবার বিকেলের পর বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বিহারের বিভিন্ন এলাকায় বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৮ জন বজ্রপাতে ও ৮ জন বিদ্যুৎস্পৃষ্টে। একই কারণে ১২ জনের মৃত্যু ও কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায়। এছাড়া উত্তর প্রদেশের কয়েকটি এলাকায় আরো অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। প্রদেশের মুখ্য সচিব (তথ্য) অভিনাশ অস্তি এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে বজ্রপাতে কানপুর ২ ও রাই বারালিতে আরো একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে অভিনাশ অস্তি আরো বলেন, লোকজনকে প্রয়োজনীয় সাহায্য দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেওয়া হয়েছে।