পাইকগাছা ব্যুরো : পাইকগাছার সোলাদানা ইউনিয়ন ইঞ্জিনচালিত ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হকের সার্বিক ব্যবস্থাপনায় ও ইউপি সদস্য ঠাকুর দাশ সরদারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে ২২৩ জন ভোটারের মধ্যে ১৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মোঃ খানজু গাজী ছাতা প্রতীকে ১২৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রার্থী নাছরুল শেখ চেয়ার প্রতিকে পেয়েছেন ২১ভোট। সম্পাদক পদে ইউছুপ সরদার মোরগ প্রতীকে ১০৯ ভোট, নিকটতম প্রার্থী মতিয়ার ৩২ ভোট পেয়েছেন। সহ সভাপতি ৩টি পদের বিপরীতে পাঁচ জন প্রার্থী অংশ নেয়। এর মধ্যে মোস্তফা সরদার আনারস প্রতীকে ১২৭ ভোট, শহীদ মোল্যা দোয়াত কলমে ১২৫ ভোট,, শফিকুল গাজী গোলাপফুলে ১২৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী মোস্ত মালী হরিনে ৩৩ ও জলিল বিশ্বাস মোমবাতিতে ১৪ ভোট পেয়েছেন। লাইন সেক্রেটারী আলমগীর গোল্দার টিউবওয়েলে ১০২ ভোট পেয়ে নির্বাাচিত হয়েছেন। তার নিকটতম মানিক শেখ তালাচাবীতে ৪৫ ভোট। সদস্য পদে মুজিবর রহমান টিয়া পাখিতে ৯২ভোট, ইয়াছিন জোয়াদ্দার মই প্রতীকে ৭২ ভোট, শফিকুল ইসলাম হাস প্রতীকে ৬৯, এবং মোঃ ইউছুপ সাইকেল প্রতীকে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন ইউপি সদস্য আবু সাঈদ মোল্যা।সহকারী কমিশনার ছিলেন ইউপি সদস্য বি এম আরেফিন আলী ও মোঃ আবুল কাশেম।
পূর্ববর্তী পোস্ট