ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজার সংলগ্ন বহুল আলোচিত কাবা হ্যাচারীতে অভিযান পরিচালনা করে লক্ষাধিক বাগদা রেনু বিনষ্টসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে রবিবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি সম্পর্কে জানান, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশব্যাপী ৬৫ দিনের জন্য হ্যাচারীতে রেনু উৎপাদন ও বিপননে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। অবৈধপথে ভারতীয় নক্লি নিয়ে এসে বিক্রি করার প্রমাণ পেয়ে কাবা হ্যাচারীর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং লক্ষাধিক ভারতীয় নক্লি ধ্বংস করা হয়। অভিযানকালে সহকারী মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম ও ক্ষেত্র সহকারী উজ্জ্বল অধিকারী উপস্থিত ছিলেন।
কালিগঞ্জের কাবা হ্যাচারিতে ভারতীয় বাগদা রেনু বিনষ্ট ও জরিমানা
পূর্ববর্তী পোস্ট