আসাদুজ্জামান: বিশিষ্ট এনজিও কর্মী ও সাবেক ফুটবল খেলোয়াড় সাতক্ষীরার মাগুরা গ্রামের ইলিয়াছুর রহমান লাক্স (৪৫) দীর্ঘ দিন যাবত কিডনি জনিত রোগে ভুগছেন। তার গ্রামের বাড়ি আশাশুনি উপজেলার বড়দল গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তার দুটি কিডনিই নষ্ট হওয়ায় চিকিৎসার অভাবে বহু দিন ধরে তিনি মানবেতর জীবন যাপন করছেন। দীর্ঘ ১০ মাস যাবৎ তিনি বাসায় অসুস্থ হয়ে পড়ে আছেন। বিকল্প কোন আয়ের পথও তার নেই। চিকিৎসা খরচসহ সংসারের যাবতীয় ব্যয়ভার চালাতে গিয়ে বর্তমানে তিনি ধার-দেনার জর্জরিত হয়ে পড়েছেন। টাকার অভাবে তিনি কোন সুচিকিৎসাও করতে পারছে না। গত ৮ বছর আগেও তার প্রথম একটি কিডনি নষ্ট হলে তার মা সালেহা বেগম তার একটি কিডনি ছেলেকে দান করেন। সেখান থেকে তিনি ভালই ছিলেন। হঠাৎ গত এক বছর আগ থেকে আবারও ধরা পড়ে তার কিডনি জনিত রোগ। এখন তার অবস্থা এতই খারাপ যে তিনি আর বাইরে বের হতে পারছেননা। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শেখ ফয়সাল হোসেনের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। জরুরিভাবে তার সুচিকিৎসা করাতে না পারলে তার জীবন প্রদীপ নিভে যাবে। বর্তমানে সপ্তাহে দুদিন তার কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে। একদিন সাতক্ষীরা মেিিডকেল কলেজে ও আর একদিন ডক্টর ল্যাব হাসপাতালে তার এই ডায়ালাইসিস করাতে হচ্ছে। তাই নিরুপায় হয়ে চিকিৎসার জন্য আজ সমাজের সকল স্তরের মহৎ, হৃদয়বান, দানশীল, বিত্তবান ব্যক্তিসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কাছে জরুরীভাবে চিকিৎসা জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
যোগাযোগ বা সাহায্য পাঠানোর ঠিকানা- তার নিজ বিকাশ মোবাইল নং- ০১৭১৫-৬০৮৮২৫।
পূর্ববর্তী পোস্ট