নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭জুলাই) সকালে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ওই টুর্নামেন্ট শুরু হয়েছে। চলবে ১৭জুলাই থেকে ১৯জুলাই পর্যন্ত। ছাত্রদের অংশ গ্রহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছাত্রীদের অংশ গ্রহনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন জোন থেকে জয়ী স্কুলের ১৩টি করে ২৬টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের পরিদর্শক বৈদ্যনাথ সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকার, শোভা রায়, রবি শংকর দেওয়ান, আশেকুজ্জামান রানা, বাবলু রহমান, রিসোর্স সেন্টারের সহকারী পরিদর্শক সঞ্জয় কুমার রায়, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রবিউল ইসলাম, মুজিবর রহমান, উপজেলা স্কাউটের কমিশনার ইউনুস আলী, প্রধান শিক্ষক আরশাদ আলী, সহিদ উদ্দীন, হাবিবুর রহমান, আহসান উল্লাহ, পারুল আক্তার, হালিমা খাতুন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুজ্জামান কাকন, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, রাজিবুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
ম্যাচগুলো পরিচালনা করেন সহকারী শিক্ষক জিএম মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, সাজু হালদার ও আনোয়ার হোসেন।
ধারভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক এসএম আসাদুর রহমান সেন্টু, প্রধান শিক্ষক তহমিনা পারভীন ও সহকারী শিক্ষক আব্দুল ওহাব মামুন।
প্রথম দিনে ৬টি ছাত্রদের ও ৬টি ছাত্রীদের নিয়ে ১২টি দল অংশ নিচ্ছে। বিজয়ী ৩টি করে দল উঠবে সেমিফাইনলে। আর গতবছরের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ছেলেদের জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেয়েদের পশ্চিম বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় সরাসরি সেমিফাইনালে অংশ নেবে।
পূর্ববর্তী পোস্ট