খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতা সত্ত্বেও কোচ তিতেকে বহিস্কার করল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বরং তার সঙ্গে চুক্তি নবায়ন করল ব্রাজিল ফুটবল ফেডারেশন। ২০২২ আসর পর্যন্ত ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন তিতে। আজ বুধবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে এই চুক্তিতে সাক্ষর করেছেন তিনি।
নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানায়, ‘তিতের সঙ্গে চুক্তি নবায়ন করেছে সিবিএফ। নতুন চুক্তির আওতায় ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি।’
১৯৭৮ সালে ক্লদিও কোতিনহোর পর এই প্রথম বিশ্বকাপে ব্যর্থতার পরও জাতীয় ফুটবল দলের কোচের সঙ্গে চুক্তি নবায়ন করল ব্রাজিল।
সুপারস্টার নেইমারকে নিয়ে গঠিত ব্রাজিল দল ২০১৮ সালের বিশ্বকাপ শিরোপা প্রত্যাশী দলগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হলেও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয় সেলেকাওরা।
চুক্তি নবায়নের বিষয়ে তিতে বলেন, ‘দলের মধ্যে ঐক্যবদ্ধ পরিবেশ এবং পেশাদরিত্ব বাড়ানোর শর্তে ফেডারেশন আমাদেরকে দায়িত্ব দিয়েছে। এটি একটি দারুণ চ্যালেঞ্জ। এটা সামলানোর সুযোগ পেয়ে আমরা খুশি। এরই মধ্যে পরবর্তী ম্যাচের দিকে আমরা মনযোগ দিয়েছি।’
এখন তিতের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা এনে দেওয়া। যেটি অনুষ্ঠিত হবে নিজেদের মাটিতে। এর আগে একগুচ্ছ প্রীতি ম্যাচে অংশগ্রহণ দিয়ে বিশ্বকাপ পরবর্তী পুনর্বাসন কাজ শুরু করবে ব্রাজিল। যার প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর নিউজার্সিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
সিবিএফের নির্বাহী পরিচালক রোজেরিও ক্যাবোকলো বলেন,‘সাড়ে ৬ বছরের জন্য লা সেলেকাওয়ের কোচিং স্টাফের দায়িত্ব দিয়ে সিবিএফ একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা বিশ্বাস করি, একটি সাবধানী পরিকল্পনার মাধ্যমে ব্রাজিল ফুটবল প্রত্যাশিত ফল পাবে।