বিদেশের খবর: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতের ফলে সৃষ্ট ভূমিধসে পাঁচ শতাধিক পর্বতারোহী ও গাইড একটি সক্রিয় আগ্নেয়গিরির উপর আটকা পরেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ন্যাশনাল পার্কের এক কর্মকর্তা জানান, ভূমিকম্প আঘাত হানার ২৪ ঘন্টা পরেও বিনোদন দ্বীপটিতে পর্যটকরা আটকে রয়েছে।
রিনজানি ন্যাশনাল পার্কের প্রধান সুদিয়ানো বলেন, এখনো ৫৬০ জন আটকে আছে। এর মধ্যে সিগারা আনাকান এলাকায় ৫০০ এবং বাতু সিপারে ৬০ জন পর্যটক আটকে রয়েছে।
উল্লেখ্য, গতকাল রবিবার ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ লমবক’কে ৬.৪ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৭:০০টার দিকে দ্বীপটিতে আঘাত হানে।
বালি’র পূর্বে অবস্থিত লমবক দ্বীপ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় জায়গা। ভূমিকম্পে দ্বীপটির বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল লমবকের উত্তরাঞ্চলীয় মাতারাম শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। মূল ভূমিকম্পের পর ৬০টিরও বেশি স্বল্প মাত্রার ভূমিকম্প দ্বীপটিতে আঘাত হেনেছে। এর মধ্যে একটি ছিল ৫.৭ মাত্রার।