নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের তালতলা এলাকা থেকে দুই’শ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সকাল ৯ টার দিকে ইঞ্জিন চালিত ট্রলি যোগে সাতক্ষীরা থেকে খুলনায় যাওয়ার পথে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ আলী আহমেদ হাসেমী জানান, সাতক্সীরা সীমান্ত থেকে ফেন্সিডিলের একটি চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকায় পুলিশ ওৎ পেতে বসে থাকে। এসময় একটি ইঞ্জিন চালিত ট্রলিতে পুলিশ চ্যালেঞ্জ করে সেটি জব্দ করে। পরে পুলিশ ট্রলিতে তল্লাশি চালিয়ে উক্ত দুই’শ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাদপুর গ্রামের মৃত দেরাজতুল্যার ছেলে আব্দুর রাজ্জাক গাজী (৫৫), তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের ছফেদ আলীর ছেলে জাকির হোসেন (২৭) ও একই উপজেলার ধূলান্ডা গ্রামের মোস্তফা সরদারের ছেলে মহসিন (২২)।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি আরো জানান।
পূর্ববর্তী পোস্ট