দেশের খবর: পুলিশের ওপর হামলা ও ভাঙপুরের দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন। এর আগে ছাত্রদের দুই মামলায় হাজির করে সাত দিন করে রিমান্ড চায় রাজধানীর রামপুরা ও ভাটারা থানার পুলিশ।
রিমান্ডে নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রয়েছে। এর মধ্যে বাড্ডা থানার এক মামলায় ১৪ জন, ভাটারা থানা আরেক মামলায় আসামি আটজন।
বাড্ডা থানার মামলায় আসামিরা হলেন রিসালাতুল ফেরদৌস, রেদোয়ান আহমেদ, রাশেদুল ইসলাম, বায়েজিদ, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ, রেজা রিফাত আখলাক, এএইচএম খালিদ রেজা, তারিকুল ইসলাম, নূর মোহাম্মাদ, সীমান্ত সরকার, ইকতিদার হোসেন, জাহিদুল হক ও হাসান।
ভাটারা থানার মামলায় আসামিরা হলেন আজিজুল করিম, মাসাদ মরতুজা বিন আহাদ, ফয়েজ আহম্মেদ আদনান, সাবের আহম্মেদ, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার, সাখাওয়াত হোসেন ও আমিনুল এহসান
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্র রিমান্ডে
পূর্ববর্তী পোস্ট