মেহেদী সোহাগ,
কলারোয়া উপজেলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক যুবদিবস ২০১৮ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেছেন- ‘সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে যুবদের এগিয়ে আসাতে হবে, যুবদের ভূমিকা অপরিহার্য। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘Safe Spaces for Youth’ -স্লোগানে উপজেলা অডিটোরিয়ামে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অফিসার সঞ্জিব কুমার দাশের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইচএম আরাফাত হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবদুল হামিদ, সমবায় অফিসার নওশের আলী, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনসহ বিভিন্ন দপ্তরের অফিসার ও যুব উন্নয়নের সংশ্লিষ্টরা।যুবদের প্রতি আহবান জানিয়ে বক্তরা বলেন- ‘যা সত্য তা আপনারা গ্রহন করবেন, যা মিথ্যা তা বর্জন করবেন’। আলোচনা সভা শুরু করার আগে আন্তর্জাতিক যুবদিবস -২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।