প্রেস বিজ্ঞপ্তি: নিরাপদ সড়কের দাবিতে চলমান ট্রাফিক সপ্তাহে ল স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে গাড়ীর হেড লাইটের উপরে কালো স্টিকার লাগানো হয়েছে। সোমবার দুপুর ১টায় খুলনারোড মোড়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। এসময় তিনি বলেন, বিভিন্ন যান বহনের হেড লাইটের উপরে কালো স্টিকারের প্রলেপ দেওয়ার ফলে গাড়ীর চালক হেড লাইট হাই-লো করার সময় সামনের কোনো ব্যক্তির চোখে আলোর ঝলকানি লাগবেনা। ফলে সড়ক দুর্ঘটনা অনেক অংশে কমে যাবে। তিনি যার যার নিজ উদ্যোগে গাড়ীর হেড লাইটের উপরে এ ধরনের কালো কালির প্রলেপ দেওয়ার জন্য আহবান জানান এবং ল স্টুডেন্টস ফোরামের এ ব্যতিক্রমধর্মী কার্যক্রমকে সাধুবাদ জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন ল কলেজের প্রভাষক ও ল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা এড. শরীফ আজমীর হোসাইন রোকন, সার্জেন মোশারফ হোসেন, সার্জেন আব্দুল হাই। এসময় উপস্থিত ছিলেন ল স্টুডেন্টস ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সিনিয়র সহ-সভাপতি তাহসিন কবির খান শান্ত, সহ-সভাপতি অসীম হায়দার, যুগ্ম সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুন্নাহার কাকুলি, ক্রীড়া ও সাংস্কুতিক সম্পাদক প্রবল কুমার সানা, সমাজ কল্য্ণা সম্পাদক সাজ্জাদ রহমান, আইন বিষয়ক সম্পাদক মীর মাহমুদুর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক ইখতেয়ার উদ্দীন, নির্বাহী সদস্য মেহের আলী, জামিলা খাতুন প্রমুখ। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের রোভার স্কাউটস ও বিএনসিসি এর সদস্যবৃন্দ।
ল স্টুডেন্ট ফোরামের উদ্যোগে গাড়ির হেড লাইটে কালোস্টিকার সংযোজন
পূর্ববর্তী পোস্ট