দেশের খবর: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঝুঁকিপূর্ণ সালেহপুর সেতু দিয়েই চলছে হাজার হাজার যানবাহন। মাঝে মধ্যেই একসাথে বেশি গাড়ি চলে আসলেই ধীর গতির কারণে খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে।
ঈদের পরের দিন ২৩ আগস্ট থেকে এ অবস্থা শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সেতুটি সম্পূর্ণরূপে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
ঢাকা-বরিশাল রুটের কয়েকজন বাস চালক বলেছেন, সাভারের আমিন বাজার সালেহপুর মহাসড়কের ব্রিজ এমন বেহাল অবস্থা অতীতে কখনই হয়নি। ব্রিজ ক্ষতিগ্রস্ত হলেও তা মেরামত না করে যানবাহন চলাচল করছে এবং মেরামতের নামে জোড়াতালির দেওয়া হয়।
ঈদুল আজহার এরপর থেকে কিছুই হয়নি। এতে মহাসড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন আর চলার মতো অবস্থা নেই। বরিশাল রুটের চালক মোসাদ্দেক হোসেন বলেন, সাভারে সালেহপুর ব্রিজ এতোটাই খারাপ। বাস চলাচলের উপযোগী নেই।
ধামরাই গুলিস্থানের রুটের চালক আনসার আলী বলেন, সাভারে সালেহপুর ব্রিজ ভাঙা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে আমরা ভয় পায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। মহাসড়কের যানজট ১০ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটারও দীর্ঘ হচ্ছে।
সড়ক ও জনপথ অধিদফতর ঢাকা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মনসুরুল আজিজ বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে ফাটল দেখা দিয়েছে। কিন্তু ব্যস্ততম সেতু হওয়া আমরা ঈদের সময়টি বেছে নেই। সেই অনুযায়ী ঈদের পরের দিন সেতুর ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে সেখানে কিউরিংয়ের কাজ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
সড়ক ও জনপথ অধিদফতরের ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন বলেন, সালেহপুর সেতুটির কাজ মূল কাজ শেষ হয়ে গেছে। এখানে একটি স্লাব ফুটো হয়ে গিয়েছিল যা মেরামত করা হয়েছে। এছাড়া সেতুটি ঝুঁকিপূর্ণ নয় উল্লেখ করে দ্রুত এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
ঢাকা-আরিচা মহাসড়কে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে যানবাহন
পূর্ববর্তী পোস্ট