চৌগাছা প্রতিনিধি: চৌগাছা উপজেলার পাঁচ গ্রামের শিক্ষার্থীদের সংগঠন জাগজাপিডার ঈদ মিলনমেলা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গরীবপুর আদর্শ বিদ্যাপীঠ মাঠে ঈদের পরদিন বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের (জামলতা,গরীবপুর, জাহাঙ্গীরপুর,পিতাম্বরপুর ও ডাইনে) পক্ষ থেকে পাঁচ গ্রামের সন্তান, বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ ছয় গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকা’র সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমান রাশেদ(এমডি),শরীয়তপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ, যশোর সিটি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেন, খুলনা বিভাগীয় পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কামাল হোসেন এবং পোস্টমাস্টার মোঃ নিজামউদ্দীন।
অনুষ্ঠানে কক্সবাজার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, চৌগাছার সন্তান সাইফুল ইসলাম জয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের সভাপতি রাকিব হাসান মুন্নার সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন আক্তার তুলি, যুগ্ম সম্পাদক কামরান আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মাজেদুর রহমান রুবেল, কামাল হোসেন কালাম, বিল¬াল হোসেন সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ছয় গুণীর হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। দিনভর অনুষ্ঠানমালার প্রথম ভাগে শিক্ষার্থীদের ক্রীড়া ও বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কৃতি ও গুণী সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ। এতে পাঁচ গ্রামের পিইসি, জেএসসি,এসএসসি,এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থী মোট ৯৫ জনকে সংবর্ধনা ও পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও পাঁচ গ্রামের সাধারণ মানুষের উপস্থিতিতে গরীবপুর আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গণ ছিল মুখরিত।
চৌগাছায় জাগজাপিডা ঈদ মিলনমেলা ও কৃতি সংবর্ধনা
পূর্ববর্তী পোস্ট