অনলাইন ডেস্ক: খুলনা মহানগর যুবদলের ১১ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ বুধবার খুলনা মুখ্য মহানগর আদালতে হাজির হয়ে নেতাকর্মীরা জামিনের আবেদন করলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, ২০১৭ সালের ৩০ এপ্রিল মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করেন নেতাকর্মীরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ওই রাতে সরকারি কর্তব্যকাজে বাঁধাদান, পুলিশের ওপর হামলা ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার অভিযোগে ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। জানা যায়, মামলার আসামীরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন আগাম জামিনে ছিলেন। দেড় বছর পর ওই মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে।
কারাবন্দি যুবদল নেতারা হলেন- মোহাম্মদ নাসিম, জাবির আলী, শেখ আকাশ, ফিরোজ শেখ, আলাউদ্দিন খান, মো. মাসুম, শেখ ওমর আলী, মো. মাসুদ রানা, রুবেল, খান রাজিব আহমেদ ও আইয়ুব আলী।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, উচ্চ আদালত থেকে জামিন পাওয়া নেতাকর্মীরা সরকারের ইঙ্গিতে নিম্ন আদালত থেকে জামিন পাচ্ছে না, তাদেরকে কারাগারে যেতে হচ্ছে। রাজনৈতিক হয়রানিমূলক পুরানো মামলায় নতুন করে গ্রেফতার কিংবা কারাগারে পাঠিয়ে আওয়ামী লীগের জন্য মাঠ ফাঁকা করে দেয়া হচ্ছে।
খুলনায় যুবদলের ১১ নেতাকর্মী কারাগারে
পূর্ববর্তী পোস্ট