কলারোয়া প্রতিনিধি : দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কলারোয়া উপজেলা পরিষদের এডিপি অর্থায়ণে ২০১৭-১৮ অর্থবছরের শিক্ষাবৃত্তির চেক ও সাইকেল বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, পৌরসভার প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, শামসুদ্দিন আল মাসুদ বাবু, এসএম মনিরুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ,কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি ৭৭জন শিক্ষার্থীদের মধ্যে ২লাখ ৩০হাজার টাকার চেক ও ২৫টি বাইসাইকেল বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
কলারোয়ায় শিক্ষাবৃত্তির চেক ও সাইকেল বিতরণ
পূর্ববর্তী পোস্ট