কলারোয়া প্রতিনিধি : শ্রমজীবী মানুষের শপথ বিশ্ব নন্দিত নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্যাকে সামনে রেখে যথাযথ মর্যাদায় কলারোয়ায় জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য জাতীয় শ্রমিকলীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮ টায় শ্রমিকলীগের অফিসের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রমিকলীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় কার্যলয় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। পরে অফিসে এসে কেক কাটা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন-কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন জেলা আ.লীগের উপদেষ্ঠা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী, রবিউল আলম মল্লিক রবি,কলারোয়া পৌর সভার কাউন্সিলর রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি রুবেল মল্লিক, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন স¤্রাট, আ.লীগনেতা আবু বক্কর সিদ্দিক লাভলু,কলারোয়া জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি মীর আব্দুল অদুদ মন্টু, শেখ শওকত আলী, যুগ্ম সম্পাদক মোকতার আলী, শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক খন্দকার ফারুক হোসেন, সড়ক সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক লাল্টু হোসেন, সদস্য আবেদ আলী, অফিস সহকারী আতিয়ার রহমানসহ কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জাতীয় শ্রমিকলীগের সকল কর্মকর্তা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন- ১৯৬৯ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিকলীগ’ গঠন করেন। তাই দলকে বাঁচিয়ে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পূর্ববর্তী পোস্ট