খেলার খবর: লুকা মদ্রিচকে ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। এমন ঘোষণায় রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল জয়ীকে নিজেদের দলে নিতে মোটেই পিছপা হয়নি ইন্টার মিলান।
ভেতরে ভেতরে ঠিকই প্রস্তুতি সেরে ফেলেছে দলটি। কেননা ২০১৯ সালের জানুয়ারিতে বসছে শীতকালীন দলবদলের মৌসুম। কান পাতলেই শোনা যায়, ইন্টার মিলানের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলছেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।
তবে তাদের সেই প্রস্তুতিতে কার্যত পানি ঢেলে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তাকে ছাড়তে এক অন্যরকম শর্ত সামনে রেখেছে রিয়াল। রিয়াল জানিয়ে দিয়েছে, পিএসজি থেকে নেইমার-কিলিয়ান এমবাপ্পের মধ্যে যে কোন একজনকে পেলেই মদ্রিচকে ছাড়বে তারা।
রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানান, বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে ছাড়তে তাদের আপত্তি নেই। তবে এর আগে নেইমার-এমবাপ্পের একজনকে সান্তিয়াগো বার্নাব্যুতে আসতে হবে।
মদ্রিচকে ছাড়তে অন্যরকম শর্ত দিল রিয়াল
পূর্ববর্তী পোস্ট