নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল ও আলিপুর মৌজাধীন বাকালে অবস্থিত ৫ একর ৮০ শতক জমির উপর নব-নির্মিত ডিসি ইকো পার্কের মাটি ভরাট কাজ রোববার বিকালে পরিদর্শণ করলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। সাতক্ষীরাবাসীকে কর্ম ব্যাস্ততার মাঝেও একটু বিনোদন দিতে জেলা প্রশাসনের অভাবনীয় উদ্যোগ এই ডিসি ইকো পার্ক। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, ডিসি ইকো পার্কটি তৈরী হলে সাতক্ষীরা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকের আনা গোনা বাড়বে। সেই সাথে জেলার আর্থিক উন্নয়নে ডিসি ইকো পার্ক দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবে। পরিদর্শণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সবুর, দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো. আবু সাঈদ, সার্ভেয়ার তারেক রহমান প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট