পলাশ দেবনাথ, নুরনগর থেকে: শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে।নুরনগর ইউনিয়ন পরিষদের এল জি এস পি-৩ এর অর্থায়নে বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল সকাল ১০টায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মেশিনটি স্থাপন এবং শুভ উদ্বোধন করা হয়। শ্যামনগর উপজেলায় সর্ব প্রথম অত্র বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপন করা হলো। উক্ত মেশিনে বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারী সহ শিক্ষার্থীদের হাজিরা আঙ্গুলের ছাপের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ।তিনি আরও বলেন বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপনে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। বায়োমেট্রিক হাজিরা মেশিনের শুভ উদ্বোধন করেন নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বখতিয়ার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন নুরনগর ইউনিয়ন আ”লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, ইউপি সদস্য আব্দুল করিম,আ”লীগ নেতা ও সমাজ সেবক দেবাশিষ ঘোষ দেবী,নুরনগর পাবলিক লাইব্রেরীর সভাপতি সওকাত ওসমান,ইউপি সচিব আবু হেনাসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থীরা।
পূর্ববর্তী পোস্ট